1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আসামে ৫ বাঙালিকে গুলি করে হত্যা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

আসামে ৫ বাঙালিকে গুলি করে হত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে হুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকেলে তাদের এক লাইনে দাঁড় করিয়ে গুলি চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আসামের সম্প্রতি নাগরিক তালিকা হালনাগাদ নিয়ে উত্তেজনার জের ধরে উলফা জঙ্গিরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

সংবাদমাধ্যম বলছে, আসামের তিনসুকিয়া জেলার খেরোনিতে ঘটা এই ঘটনার সময় জঙ্গিদের হাতে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ধোলা সাদিয়া সেতুর কাছে সন্ধ্যা সাতটার পর পাঁচ/ছয় জনকে নাম ধরে ডেকে বাইরে নিয়ে আসে দুর্বৃত্তরা। পরে ব্রহ্মপুত্র নদের পাশে নিয়ে গিয়ে নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়।
নিহতরা হলেন- শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবোধ দাস ও ধনঞ্জয় নমশূদ্র। এর মধ্যে ৩জন একই পরিবারের সদস্য।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব নিয়ে আসামে যে সাম্প্রতিক উত্তেজনা তৈরি হয়েছে, তার জেরেই এই হামলা কি-না সে প্রশ্নও তুলেছেন তিনি। নিন্দা জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দও।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST