1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আসামি ধরে ফেরার পথে হামলায় ৪ পুলিশ সদস্য আহত-গ্রেপ্তার ৬ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

আসামি ধরে ফেরার পথে হামলায় ৪ পুলিশ সদস্য আহত-গ্রেপ্তার ৬

  • প্রকাশের সময় : বুধবার, ১ মারচ, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আসামি ধরে ফেরার পথে পুলিশের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওয়াকিটকি ছিনিয়ে নেওয়া ও পুলিশ সদস্যদের পরিহিত পোশাক ছিঁড়ে ফেলার মত ঘটনা ঘটে। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তোড়িয়া ইউনিয়নের কিসমত দাপ এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত চার নারী ও দুই পুরুষসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) দীনবন্ধু রায়, কনস্টেবল জাহাঙ্গীর আলম, রাকিবুল হাসান ও মাসুদ রানা। এদের মধ্যে কনস্টেবল রাকিবুল হাসান ও মাসুদ রানা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও উপপরিদর্শক দীনবন্ধু রায় ও কনস্টেবল জাহাঙ্গীর আলম হাসপাতালে ভর্তি রয়েছেন।

গ্রেপ্তার হওয়া এজহার ভুক্ত আসামিরা হলেন- উপজেলার তোড়িয়া ইউনিয়নের কিসমত দাপ এলাকার শহিদুল ইসলাম (৩৫)। তবে পুলিশের উপর হামলার ঘটনায় আটককৃতদের নামে মামলার প্রস্তুতি চলায় নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছে আটোয়ারী থানা পুলিশ।

আটোয়ারী থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে তোড়িয়া ইউনিয়নের কিসমত দাপ এলাকায় জমিজমা সংক্রান্ত একটি মামলার আসামি ধরতে যান আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) দীনবন্ধু রায়সহ তিনজন পুলিশ সদস্য। পরে তারা আসামিকে গ্রেপ্তার করে ফেরার পথে পেছন থেকে আসামির পরিবারের ২০ থেকে ২৫ জন নারী ও পুরুষ দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে পুলিশের হামলা চালায়।

এ সময় তারা আসামি শহিদুল ইসলামকে ছিনিয়ে নেয়। এ সময় উপপরিদর্শক (এসআই) দীনবন্ধু রায়ের ওয়াকিটকি কেড়ে নিয়ে পুলিশ সদস্যদের এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এতে পুলিশের পরিহিত পোশাক ছিঁড়ে যায় এবং ৪ পুলিশ সদস্য আহত হন।

পরে খবর পেয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে এসআই দীনবন্ধু রায়ের ছিনিয়ে নেয়া ওয়াকিটকি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ দেখে চার নারী ও দুই পুরুষকে আটক করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এক আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে আসামির পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটককৃতদের নামে মামলার প্রস্তুতি চলছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST