1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আসল না ইলিউশন! ঘনিষ্ঠ দৃশ্যে কিভাবে অভিনয় করেন এরা? - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

আসল না ইলিউশন! ঘনিষ্ঠ দৃশ্যে কিভাবে অভিনয় করেন এরা?

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: সিলভার স্ত্রিনে চুমু খাওয়া এখন জলভাত৷ এখন তো বিছানায় ঘনিষ্ঠ হওয়া নিয়েও কোনও বাছ বিচার নেই৷ কিন্তু সেই সিনগুলো শুট করা তো আর চাট্টিখানি কথা নয়৷ অভিনেতা ও অভিনেত্রীরাও টালবাহনা করেন৷ কিন্তু সিন তো শ্যুট করতেই হবে৷ এর জন্য কয়েকটি রাস্তা রয়েছে৷

১) মুডেস্টি সেভার্স
পুরুষ অভিনেতারা সেক্স সিন শ্যুট করার জন্য এই পথ অবলম্বন করেন৷ শ্যুটিংয়ের সময় তারা “কক-শকস” পরেন৷ মহিলারা ট্যান থং ব্যবহার করেন৷
২) পাস্তিস
এটি স্তনবৃন্ত কভার করে রাখে৷ সমস্ত বক্ষের এটি একটি ইলিউশন তৈরি করে৷
৩) মেরকিন
মেরকিন হল এক ধরনের উইগ৷ কেট উইনস্লেট তাঁর দ্যা রিডার ছবিতে এই বস্তুটি ব্যবহার করেছিলেন৷

৪) নকল ঘাম
সঙ্গম করলে ঘাম হবেই৷ কিন্তু যখন শ্যুটিংয়ের প্রশ্ন আসে, তখন ঘামও নকল বানাতে হয়৷ গ্লিসারিন ও গোলাপ জল দিয়ে এই ঘাম তৈরি করা হয়৷
৫) বডি ডাবল
ঘনিষ্ঠ দৃশ্যে বেশিরভাগ ক্ষেত্রে বজি ডাবল ব্যবহার করা হয়৷ অনেক সময় ঘনিষ্ঠতা বেশি থাকলে পর্ন স্টাররাও এই কাজ করেন৷

৬) ডান্স কোরিওগ্রাফার
অনেক সময় এমন ক্ষেত্রে কোরিওগ্রাফারদের ব্যবহার করা হয়৷ তারা অনেক সাবলীল৷ ঘনিষ্ঠ দৃশ্য তারা এমনভাবে উৎরে দেবে যে ঘনিষ্ঠতা না করেই মনে হবে কত আদর৷ আহা৷
তবে সবসময় সবকিছু এত সহজে মেটে না৷ তাই তো একজন অভিনেতা বলেছিলেন, “আমি করলেও দুঃখিত হই, না করলেও হই৷”

খবর ২৪ ঘণ্টা.কম/ জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST