দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নিরাপদ ভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে বিশেষ নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্গাপুর থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) কুদরত -ই-খুদা শুভ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলাম ও সেক্রেটারি শামীম উদ্দিন,পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি, আব্দুল আজিজ মন্ডল।
এসময়, দুর্গাপুর হিন্দু-বৌদ্দ-খ্রিস্ট্রান কল্যান ফ্রন্টের সভাপতি সুনীল চন্দ্র প্রামানিক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি, প্রশান্ত সরকার ও সাধারন সম্পাদক, শীবেন্দ্রনাথ সরকারসহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ পুজা উদযাপন কমিটির সদস্য ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভ বলেন, প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা হবে। রাতভর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে বিশেষ নজরদারি চালানো হবে। এছাড়াও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকেও দায়িত্বশীল হতে আহ্বান জানান তিনি।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।