খবর২৪ঘণ্টা ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাত থেকে বাঁচতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে অসংখ্য মানুষ। আর এ আতঙ্কের মধ্যেই বাগেরহাটের মোংলা উপজেলার একটি আশ্রয়কেন্দ্রে জন্ম নিল ফুটফুটে একটি শিশু। ঝড়ের নামের সঙ্গে মিল রেখে তার নাম রাখা হয়েছে ‘বুলবুলি’। তবে স্বস্তির বিষয়, ঘূর্ণিঝড়ের আতঙ্কের রাতে নিরাপদেই জন্ম হয়েছে বুলবুলির। সুস্থ আছে মা-মেয়ে দুজনই।