খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সাভারের আশুলিয়ার মরাগাং গ্রামে দুর্বৃত্তের হামলায় তিন হিজড়াসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে আশুলিয়ার মরাগাং এলাকায় এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকালে একটি প্রাইভেটকারে তিন হিজড়া আশুলিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় তারা আব্দুল্লাপুর-বাইপাল মহাসড়কের মরাগাং এলাকায় পৌঁছালে আরেকটি গাড়ি থেকে কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়ির চালকসহ তিন হিজড়া গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনা কেন এবং কী কারণে ঘটেছে তা এখনও কিছুই জানা যায়নি।
খবর২৪ঘণ্টা.কম/নজ