খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: আশুলিয়া থানার আরো ৯ পুলিশ সদস্যে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপুসহ ২৩ জন করোনায় আক্রান্ত হলেন।
বুধবার দুপুরে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই ওহিদ জানান, গত রোববার গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালে নমুনা দেয়া হয়েছিল। বুধবার রিপোর্ট আসলে দেখা যায়, তারমধ্যে একজন এএসআইসহ আরো ৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি আরো জানান, সোমবার ও মঙ্গলবার আশুলিয়া থানার আরো ২৫ পুলিশ সদস্যের নমুনা দেয়া হয়েছে। তাদের রিপোর্ট এখনো হাতে পৌঁছাইনি।
প্রসঙ্গত, রোববার ৪ নারী পুলিশ সদস্যসহ ৯ জন করোনায় আক্রান্ত হন। এর আগে আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপুসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর২৪ঘন্টা/এবি