খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোল প্লাজা থেকে ৫৪ কেজি গাঁজা ও ২৬৩ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার (৫ মে) দুপুরে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, ঝালকাঠি জেলার বাসিন্দা এলাকার রানা, নাটোরের সিংর্হাদ এলাকার মান্না, হবিগঞ্জের মাধবপুর এলাকার ছেলে সাজন মিয়া ও একই থানার রিপন। শুক্রবার সকালে আশুগঞ্জ টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চক্রটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হতে কাভার্ড ভ্যানে করে মাদকদ্রব্যের একটি বড় চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার পূর্ব পার্শ্বে তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি চালিয়ে কাভার্ড ভ্যানটি থেকে ৫৪ কেজি গাঁজা, ২৬৩ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২৪ হাজার ৫শ টাকা জব্দ করে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানানো হয়।খবর২৪ঘন্টা / এবি