খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবারো আশরাফুল ঝড়। এই লিগেই ৪ শতক নিয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আজ মাঠে নেমেছিলেন আশরাফুল। নেমেই দারুণ এক ইতিহাসের স্বাক্ষী হয়ে গেলেন টাইগার সাবেক অধিনায়ক।
ডিপিএলে আশরাফুল আজ দেখা পেয়েছেন নিজের টানা ৩য় ও সবমিলিয়ে ৫ম শতকের। বাংলাদেশের কনিষ্ঠ সেঞ্চুরিয়ান যে এখনো ফুরিয়ে যাননি, এটি যেন তারই জবাব।
এবারের আসরে রানের বিচারে আগেই এগিয়ে ছিলেন আশরাফুল। এনামুল হক বিজয়কে টপকে ডিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।
লিগ রাউন্ডের শেষ ম্যাচে মোহামেডানের সাথে খেলেছিলেন ১২৭ রানের ইনিংস। এরপর রেলিগেশনের ম্যাচে গত ২৯ মার্চ অগ্রণী ব্যাংকের সাথে অপরাজিত ছিলেন ১০৩ রানে। আজ রেলিগেশন রাউন্ডের আরেক ম্যাচ ব্রাদার্স ইউনিয়নের সাথেও শতক তুলে নিয়ে টানা তিন সেঞ্চুরি হাকালেন মোহাম্মদ আশরাফুল। ১৩৭ বলে ১০ চারের সাহায্যে এই শতক পূর্ণ করেন তিনি। শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করতে আশরাফুলের দরকার ছিল ২ রান। সোহরাওয়ার্দি শুভর বলে ৪ মেরেই তিন অঙ্কের রান পূর্ণ করেন তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখ