সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আলোকিত বেলকুচি সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি উজ্জল অধিকারী দীর্ঘ দিন ধরে মানুষের সেবায় মানবতার সহিত কাজ করে যাচ্ছিল। ২৪ জন সদস্য বিশিষ্ঠ সংগঠন এই আলোকিত বেলকুচি সেচ্ছাসেবী সংগঠন। গরিব দুঃখি মানুষের পাশে রক্তদানে সব সময় নিয়োজিত।
কিন্তু এই আলোকিত বেলকুচি সংগঠনে কি হলো যার কারনে সভাপতিকে বাদ দিলেন সদস্যরা।
তারপর সভাপতি উজ্জল অধিকারী ২০১৮ সালের মার্চের ১৯ তারিখে ফেসবুকে পোষ্ট দিয়ে সাড়া বিশ্বকে জানিয়ে দিলেন সংগঠন থেকে সরে দাড়ানোর কথা।
সুনামধন্য আলোকিত বেলকুচি সেচ্ছাসেবী সংগঠনে সুনামের পরিবর্তে দুনিয়া জুরে ছরিয়ে পরলো দুর্নাম। এমনকি রহস্য? ছাড়তে সংগঠন।
এ ব্যাপারে জানতে চাইলে সভাপতি উজ্জল অধিকারী মিডিয়াকে জানান, ২০১৬ সালের ২১শে জানুয়ারী থেকে এই সংগঠনে সভাপতি পদে কাজ করে আসছি। এ যাবত আমি পাচঁবার রক্ত দিয়ে অসহায়, মূমর্ষ মানুষকে সুস্থতায় সহযোগিতা করেছি।
এর পরও আমাকে অপমানিত হতে হচ্ছে এই সংগঠনে। আমার নিকট থেকে ছিনিয়ে নিয়েছে হেল্প লাইন,ল্যাবটপ,অফিসের চাবি ও অফিসের সমস্ত কাগজ পত্র। এ ব্যাপারে প্রতিবাদ করলে পরতে হচ্ছে বিতর্কের মুখে।
তাই এ অপবাদ সহ্য করতে না পেড়ে নিজেকে সংগঠন থেকে গুটিয়ে নিয়ে আলোকিত বেলকুচি সেচ্ছাসেবী সংগঠন কে বিদায়ী ছালাম জানিয়ে ফেসবুকের মাধ্যমে সাড়া বিশ্বকে জানিয়ে দিয়েছি আমি উজ্জল অধিকারী।
খবর২৪ঘণ্টা.কম/রখ