1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘‘আ’লীগ মানুষের কল্যাণে কাজ করে, লুটপাট আর নিজের ভাগ্য গড়তে আসে না’’ প্রধানমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৮ মে ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

‘‘আ’লীগ মানুষের কল্যাণে কাজ করে, লুটপাট আর নিজের ভাগ্য গড়তে আসে না’’ প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুলাই, ২০১৮

পাবনা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামীলীগ এদেশের মানুষের কল্যাণে কাজ করে, আওয়ামীলীগ লুটপাট আর নিজের ভাগ্য গড়তে আসে না। আমরা আসি আপনাদের ভাগ্য গড়তে। আজকে দারিদ্রমুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই, জঙ্গিমুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আপনাদের কাছে সাহায্য চাই। প্রতিটি গ্রামকে আমরা নগরে উন্নত করবো, শহরে উন্নত করবো।
শনিবার বিকেল চারটায় পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাবনাবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিয়েছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে। নৌকায় ভোট দিয়েছেন বলেই স্বাধীনতা পেয়েছেন। এ নৌকায় ভোট দিয়ে যখনই আওয়ামীলীগ ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়, মানুষ ভাল থাকে। এখন

আমরা প্রায় ৪০ লাখ বয়স্ক মানুষকে ভাতা দিচ্ছি। ১৪ লাখ স্বামী পরিত্যক্তা বা বিধবা মহিলা ভাতা পাচ্ছে। আমরা প্রায় ১০ লাখ প্রতিবন্ধীকে ভাতা প্রদানের ব্যবস্থা করে দিয়েছি। ৮০ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীকে বৃত্তির ব্যবস্থা করেছি। প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৪০ লাখ ছাত্র-ছাত্রীর মায়ের কাছে মোবাইল ফোনের মাধ্যমে বৃত্তির টাকা পৌঁছে দিচ্ছি। ঘরে বসে চিকিৎসা পাওয়ার ব্যবস্থা এই আওয়ামীলীগ সরকার করে দিয়েছে। ভূমিহীনদের খাসজমি দেয়া হচ্ছে। কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি।

শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের নির্বাচন ঠেকানোর নামে বিএনপি জামাত মিলে হাজার হাজার মানুষকে আগুন দিয়ে পুড়িয়েছে। বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে ও তার কর্মকর্তাকে পুড়িয়ে হত্যা করেছে। পুলিশকে আগুনে ফেলে ও পিটিয়ে হত্যা করেছে। সাড়ে ৩ হাজার বাস পুড়িয়েছে, ২৯টি রেল পুড়িয়েছে। ৬টি ভূমি অফিস পুড়িয়েছে। খালেদা জিয়া এতিমের টাকা এতিমকে না দিয়ে নিজে আত্মসাত করেছেন। যার কারণে মামলায় আজ তিনি জেল খাটছেন। তাকে তো সরকার গ্রেপ্তার করেনি। কোর্টের রায় হয়েছে। এতিমের সম্পদ চুরি করলে তো সাজা হবেই। আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করি আর ওরা জানে খুন, হত্যা ধ্বংস। তারা যখনই ক্ষমতায়

এসেছে, তখনই মানুষ হত্যা করেছে। পাবনার অনেক আওয়ামীলীগ নেতাকর্মীকে তারা হত্যা করেছে। সারাবাংলাদেশে তারা এই তান্ডব চালিয়েছিল। কই আমরাতো প্রতিশোধ নিতে যাইনি। আমরা প্রতিটা সময় কাজে লাগিয়েছি উন্নয়নকাজে। আওয়ামীলীগ চায় জনগণের উন্নয়ন। আওয়ামীলীগের কাছে কিছু চাইতে হবে না। আমরা জানি কি করতে হয়। আমার কিছু চাওয়ার নেই। আমার পরিবারের সব সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। আজ আমরা সব হারিয়ে স্বজন হারানোর বেদনা নিয়ে এসেছি আপনাদের জন্য কাজ করতে। সেটাই আমার লক্ষ্য। তিনি বলেন, নৌকায় ভোট দিয়েছেন বলেই আপনাদের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। এ সময় তিনি সকলকে নৌকায় ভোট দেয়ার জন্য উপস্থিত জনগণের প্রতি আহবান জানান।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, রেলমন্ত্রী মজিবুল হক, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিক মাহমুদ চৌধুরী এমপি, আল মাহমুদ স্বপন, পাবনা-১ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র

প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুল হক আরজু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, আবুল কালাম আজাদ, চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ।
জনসভার শুরুতে ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ঈশ্বরদী-পাবনা-ঢালারচর রেলপথ, ঈশ্বরদী থেকে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত রেলপথ, ঈশ্বরদী থানা ভবন, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পাবনা মেডিকেল কলেজের ছাত্রাবাস ও ছাত্রী নিবাস, বিভিন্ন উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্প সহ ৪৯টি বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team