খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: মৃত্যুর দিক থেকে এখন তৃতীয় স্থানে চলে এসেছে যুক্তরাজ্য। ২৭ হাজার ৫০০’র বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৫০০’র বেশি। এমন অবস্থায়ও ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। জুনের মাঝামাঝি সময়ে লিগ শুরুর ব্যাপারে একটা প্রস্তুতি নিচ্ছে তারা। আবার প্রিমিয়ার লিগের অনেকগুলো ক্লাব এরই মধ্যে তাদের ট্রেনিং সেন্টার খুলে দিয়েছে ফুটবলারদের অনুশীলনের জন্য।
মোট কথা ফুটবলারদের জীবনকে সর্বোচ্চ ঝুঁকিতে ফেলে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে এফএ। এমন পরিস্থিতি যে কতটা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে, সে বিষয়ে এখনই সতর্ক করে দিয়েছেন ম্যানইউর সাবেক ফুটবলার গ্যারি নেভিলে।
ইংলিশ প্রিমিয়ার লিগ অবশ্য মাঠে গড়ানোর আগে একটা বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ। লিগ পূনরায় শুরুর আগে প্রতিজন ফুটবলার এবং কর্মকর্তার করোনা টেস্ট করা হবে। প্রায় ২৬ হাজার টেস্ট করার পদক্ষেপ নিতে যাচ্ছে তারা। যাতে করে লিগ পূনরায় চালু হলেও সবাই নিরাপদ থাকতে পারে।
কিন্তু গত মঙ্গলবার ফিফার প্রধান চিকিৎসা কর্মকর্তা মাইকেল ডি’হুগি সতর্কবার্তা জারি করে জানিয়ে দিয়েছেন, এখনও ফুটবল মাঠে গড়ানোর মত সময় আসেনি। এখজন জীবন বাঁচানোর প্রশ্ন। অর্থের প্রশ্ন নয়। সবাইকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে খেলা চালু করার কোনো মানে হয় না।
মাইকেল ডি’হুগির মত একই মত দিলেন ম্যানইউর সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলে। তিনি মনে করেন, করোনা নির্মুল না হওয়া পর্যন্ত প্রিমিয়ার চালু করার পরিণতি খুবই ভয়ঙ্কর হতে পারে। মাইকেল ডি’হুগির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ফিফা মেডিক্যাল অফিসার বলে দিয়েছেন, ফুটবল এখনই যেন মাঠে নামানো না হয়। অন্তত সেপ্টেম্বরের আগে। আমি মনে করি, এটা যদি অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে আরও বেশ কিছুদিন অপেক্ষা করাই হবে ভালো।’
নেভিলে আরও বলেন, ‘মানুষ এখন রয়েছে চরম ঝুঁকির মধ্যে। প্রিমিয়ার লিগ চালু করার মধ্য দিয়ে আর কত মানুষের জীবন নিতে চান? একজন? একজন ফুটবলার কিংবা স্টাফও যদি আইসিইউতে চলে যায় কিংবা মৃত্যু হয়, তাহলে তার দায় কে নেবে? আমরা কি ধরনের ঝুঁকি নিতে যাচ্ছি? অবশ্যই এটা অর্থনৈতিক সিদ্ধান্ত। অন্য কিছু নয়।’
খবর২৪ঘন্টা/নই