খবর২৪ঘণ্টা ডেস্ক: এক ম্যাচ পর আবার হারের স্বাদ পেতে হয়েছে আর্সেনালকে। উয়েফা ইউরোপা লিগের ম্যাচে বাতে বরিসভের মাঠে বল দখলে একচ্ছত্র আধিপত্য দেখালেও পরাজয় মানতে হয়েছে গানারদের। অপর ম্যাচে সুইডেনের ক্লাব মালমোর মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে চেলসি।
বৃহস্পতিবার রাতে প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম লেগে বেলারুশের ক্লাবটির মাঠে ১-০ গোলে হারে আর্সেনাল। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে স্বাগতিক দলের হয়ে একমাত্র গোলটি করেন বেলারুশিয়ান মিডফিল্ডার স্তানিস্লাভ দ্রাগুন।
ম্যাচের বাকি সময়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে খেললেও তা পারেনি আর্সেনাল। উল্টো শেষ দিকে দশ জনের দলে পরিণত হয় অতিথি দল। মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন আলেকসঁদ লাকাসেদ। সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না আর্সেনালের। এক ম্যাচে জয় তো, পরের ম্যাচেই হার-এমনটাই চলছে সাত ম্যাচ ধরে।
আগামী সপ্তাহে লন্ডনে হবে দল দুটির মধ্যকার ফিরতি লেগের লড়াই।
দিনের অপর ম্যাচে সুইডেনের ক্লাব মালমোর মাঠে ২-১ গোলের জয় পেয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে দুটি গোল করেন মিডফিল্ডার রস বার্কলি ও ফরাসি ফরোয়ার্ড অলিভিয়ে জিরুদ।
খবর২৪ঘণ্টা, জেএন