খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: অ্যানিমেটেড বিশেষ ডুডলের মাধ্যমে ‘আর্থ ডে’ পালন করছে সার্চইঞ্জিন জায়ান্ট গুগল। রোববার প্রথম প্রহর থেকেই গুগলের হোমপেজে ‘আর্থ ডে’র শুভেচ্ছা হিসেবে এ ডুডল দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা।
ডুডলে দেখা যাচ্ছে, দুটি গাছের মাঝখানে এক ব্যক্তি দাড়িয়ে আছে। গাছের শিকড় দিয়ে লেখা গুগল।
ডুডলে ক্লিক করলে ইউটিউবের একটি লিঙ্ক আসে। এতে দেখা যায়, পৃথিবীর মানচিত্রের উপর পাতা ঝড়ে পড়ছে। মানচিত্রের চারপাশে মানুষ পরস্পরের হাত ধরে আছে। তারপর দেখা যায় একটি বাচ্চা শিশু গাছের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে হেঁটে যাচ্ছে। এ সময় গাছের আশেপাশে কিছু কীটপতঙ্গ দেখা যায়। দু’জন বালক-বালিকা, কয়েকটি প্রাণীর চিত্রও ছাড়াও বাস্তুসংস্থানের একটি চিত্র তুলে ধরা হয়েছে ডুডলে। এছাড়া আবর্জনা ডাস্টবিনে ফেলা এবং পানির ট্যাপ বন্ধ রাখার দৃশ্যও রয়েছে এতে।
এক কথায় ডুডলে ক্লিক করলে আর্থ ডে সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখাচ্ছে গুগল। পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে ১৯৭০ সাল থেকে আর্থ ডে পালন করা শুরু হয়।
বিশেষ কোনো দিবস বা অনুষ্ঠান উপলক্ষে ডুডল তৈরি করে গুগল। এরই ধারাবাহিকতায় এবারও বিশেষ ডুডল করেছে গুগল।
খবর২৪ঘণ্টা.কম/নজ