খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: মাত্র একটা ভিডিও, আর তাতেই রাতারাতি লাইমলাইটে চলে আসেন মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ৷ তাকে নিয়ে সারা বিশ্বে রীতিমতো উন্মাদনা৷ প্রিয়া জ্বরে কাবু হোয়া পুরুষের সংখ্যা যেমন অগণিত, তেমনই মহিলারাও তাঁর স্টাইলে ফিদা৷ এমনকি সেলেবরাও প্রিয়াকে অনুকরণ করে সোশ্যাল মিডিয়ায় নিজেদের একের পর এক ভিডিও পোস্ট করতে থাকেন৷ আর এক কর্মকাণ্ডের মধ্যে প্রিয়া ডাক পেয়ে যান বলিউডেরও৷
কিন্তু সেই প্রিয়াই নাকি এখন বেকার! আর সে কথা নিজেই জানিয়েছেন ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন৷ সেখানে শুরুতেই লেখা,‘When you are roaming around jobless…’.
দীর্ঘদিন খবরের শিরোনামে থাকা প্রিয়া বহু বিজ্ঞাপনে কাজ করেন৷ বহু অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রিতও ছিলেন৷ এমনকি আইপিএলের বিজ্ঞাপনেও দেখা যায় তাঁকে৷ এতোটাই ব্যস্ত হয়ে উঠেছিলেন যে তাবড় তাবড় অভিনেতাদেরকেও পিছনে ফেলে দিয়েছিলেন৷ কিন্তু ইনস্টাগ্রামে তাঁর এই পোস্ট যেন অনেক প্রশ্ন তুলে দিল৷ তাহলে কি সত্যিই তিনি ‘jobless’?
খবর২৪ঘণ্টা.কম/নজ