খবর২৪ঘন্টা ডেস্কঃ
সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কক্সবাজার ও মাগুরায় আরো দুটি মানহানির মামলা করা হয়েছে। দুটি মামলাতেই মইনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম গুন্দু বাদী হয়ে ১০ কোটি টাকার একটি মানহানি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী ইকবালুর রশিদ আমিন সোহেল ওই মামলা দায়ের ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন। এদিকে একই দিনে মাগুরায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে আরো একটি মানহানি মামলা করা হয়। মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতে পাঁচশ কোটি টাকার ওই মানহানি মামলা করেন মাগুরা জেলা মানবাধিকার সংস্থার মহিলাবিষয়ক সম্পাদক ফরিদা রহমান।
ওই মামলা প্রসঙ্গে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সনি আহমেদ জানান, ব্যারিস্টার মইনুল হোসেন ১৬ অক্টোবর ‘৭১ টিভি’র টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তি করেছেন, যা নারী জাতির জন্য অপমানজনক ও মানবাধিকার লঙ্ঘন। এ কারণে বাদী মইনুলের বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে বিজ্ঞ আদালতে পাঁচশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। বিজ্ঞ হাকিম সম্পা বসু অভিযোগটি আমলে নিয়ে বিকেল ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত সোমবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও ইংরেজি দৈনিক নিউ নেশনের প্রকাশক ব্যারিস্টার মইনুল হোসেনকে মানহানি মামলায় গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহাবুব আলম জানান, সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে মানহানিকর উক্তির অভিযোগে রংপুরে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরে রাত ১০টার দিকে ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর পর সেখানে হাজির হন ব্যারিস্টার মইনুলের আত্মীয়স্বজন ও আইনজীবী। সেখানে তাঁর আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘মাসুদা ভাট্টি মানহানির মামলা করেন। আরো দুজন মহিলা মামলা করলেন সম্পূর্ণভাবে বেআইনিভাবে। আমি মনে করি, এটা মানহানির মামলা না। রাজনৈতিক প্রতিহিংসার জন্য দেশের গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।’
গত ১৬ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ঢাকা, ভোলা, জামালপুর, ময়মনসিংহ, রংপুর ও কুড়িগ্রামে একটি করে এবং কুমিল্লায় দুটি মামলা করা হয়। এসব মামলার মধ্যে ঢাকা, জামালপুর ও কুড়িগ্রামের মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন ব্যারিস্টার মইনুল।
খবর২৪ঘন্টা / সিহাব