রাজশাহী মহানগরীতে পাঁচ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ১৭ ফেব্রুয়ারী রাত ১ টার দিকে নগরীর মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের কদম বাগানের মধ্যে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নগরীর মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আসামী নকির আলী (৩২), মৃত লুৎফর আলীর ছেলে কালু (৪০), মৃত ফায়েজুল শেখের ছেলে তরিকুল (২৫), মৃত মজির উদ্দিনের ছেলে বাবু (৫০) এবং ডাঁশমারী
গ্রামের আব্দুল খালেকের ছেলে আসামী রফিকুল ইসলাম (৩২)। আসামীদের কাছ থেকে ২ (দুই) প্যাকেট খোলা তাস, নগদ ১২,২৫০ (বার হাজার দুইশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর