তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ স্বল্পপরিচিত প্রকৌশলী নাজলা বাউডেন রমদানকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে আরববিশ্বের প্রথম নারী হিসেবে তিনি প্রধানমন্ত্রীর পদ পেলেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) এই আনুষ্ঠানিক ঘোষণার কথা জানান হয়েছে।
এর আগে, জুলাই মাসে মন্ত্রিসভা বরখাস্ত, পার্লামেন্ট স্থগিতসহ নির্বাহী ক্ষমতার পুরোটাই নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন প্রেসিডেন্ট সাইদ। তারপর থেকেই তিউনিসিয়ায় নতুন সরকার গঠনের জন্য সাইদের ওপর জাতীয় এবং আন্তর্জাতিক চাপ বাড়তে শুরু করে।
এর আগের সপ্তাহেই সংবিধানকে পাশ কাটিয়ে সাইদ জানিয়েছিলেন, তিনি ডিক্রি জারির মাধ্যমে দেশ শাসন করতে পারবেন।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইদ জানিয়েছেন, তিনি নাজলা বাউডেন রমদানকে দ্রুত নতুন সরকার গঠনের অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১১ সালে দীর্ঘ দিনের শাসক জাইন আল আবিদিন বেন আলিকে ক্ষমতাচ্যুত করার পর রমদান হবেন তিউনিসিয়ার দশম প্রধানমন্ত্রী। করোনাভাইরাস মহামারি ও রাজনৈতিক লড়াইয়ের কারণে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে রয়েছে তিউনিসিয়া। বেন আলির বিদায়ের পর গত ১০ বছরে দেশটির অর্থনৈতিক উন্নয়ন সামান্য। বরং রাজনীতিতে দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে। নতুন সরকার গঠনের পর রমদানের জন্য বড় চ্যালেঞ্জ হবে বাজেট ও ঋণ পরিশোধের জন্য দ্রুত অর্থের সংস্থান করা।
খবর২৪ঘন্টা/বিএ