নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ের হাজতখানা থেকে হেরোইনসহ আটক শুভ নামের এক আসামি পালিয়ে যাওয়া আসামী গ্রেফতার হয়নি এখনো। ঘটনার পর ২০ ঘণ্টা পেরিয়ে গেলে তাকে ধরতে পারেনি পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ডিবির হেফাজত থেকে ওই আসামী পালিয়ে যায়। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে এনে ডিউটি অফিসার (এএসআই) ও সেন্ট্রি ডিউটিতে থাকা পুলিশ কন্সটেবলসহ দু’জনকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়। হাজত থেকে পালিয়ে যাওয়া আসামী নগরীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটি খড়বোনা এলাকার সেলিমের ছেলে।
গত সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাকে নগরীর হাদিরমোড় থেকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল ১২ গ্রাম হেরোইনসহ আটক করেছিল। মঙ্গলবার বিকেল ৩ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামী আটক হয়নি।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম কুদ্দুস বলেন, ডিবির হাজত থেকে পালিয়ে যাওয়া আসামীকে এখনো আটক করা যায়নি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কেউ দায়ী কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে।
এস/আর