রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর সাথে ৪ টি অপরাধ বিভাগের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ, ২০২১ রূপকল্প এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক প্রনীত কর্মসূচীর অংশ হিসেবে এ চুক্তি স্বাক্ষর হয়। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে আরএমপির চারটি অপরাধ বিভাগ, বোয়ালিয়া, মতিহার, শাহমখদুম, কাশিয়াডাঙ্গা এর সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হয়। প্রধান অতিথি ছিলেন, পুলিশ কমিশনার আবু কালাম
সিদ্দিক। আরএমপি কমিশনারের সাথে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন ও উপ-পুলিশ কমিশনার (মতিহার) বিভূতি ভুষণ বানার্জী এর সাথে চুক্তির স্বাক্ষর করেন। একই সময় উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মনিরুল ইসলাম এর সাথে চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম সহ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) এর ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।
এস/আর