রাবি প্রতিনিধিঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাত করেছে রাবি প্রেসক্লাবের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তুষারের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পী, সহ-সভাপতি এমদাদুল হক সোহাগ ও নূর মুহাম্মদ রিফাত, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম জয় প্রমুখ।
এসময় ক্লাবের সদস্যরা পুলিশকমিশনার কে ফুলেল শুভেচ্ছা জানান।
একান্ত আলাপচারীতায় তিনি তাদের সাথে মাদক সমস্যা,জঙ্গীবাদ,সন্ত্রাস, রাহাজানিসহ নানা সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলেন।
এসময় তিনি উল্লেখ করেন “সাংবাদিকরা সামজিক দায়বদ্ধতা থেকে লেখনীর মাধ্যমে সমাজের যে সমস্যা ও অসংগতি গুলো তুলে ধরছেন আমরা পুলিশ প্রশাসন সে তথ্য গুলো কাজে লাগিয়ে সমাধানে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছি”
রাবি উপ-উপাচার্যের সাথে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাত।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সাথে সৌজন্য সাক্ষাত করেছে রাবি প্রেসক্লাবের সদস্যরা।বিকেল ৩ টার দিকে ক্লাবের সভাপতি রবিউল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পীর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাত করেন তারা। এর পর তারা উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় রাবি উপ-উপাচার্য প্রেসক্লাবের উত্তর উত্তর সাফল্য কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন আগামীতেও ক্লাব বস্তুনিষ্ঠ সংবাদিকতার মধ্য দিয়ে এগিয়ে যাবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ