রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুসকে বদলি করা হয়েছে। শনিবার রাতে তাকে বদলির এ আদেশ আরএমপিতে আসে। রুহুল কুদ্দুসকে রংপুর রেঞ্জের ঠাকুরগাঁওয়ে বদলি করা হয়েছে।
ঢাকা পুলিশ হেড কোয়াটার্স থেকে তাকে বদলির এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নাম না প্রকাশ করার শর্তে এডিসি রুহুল কুদ্দুস কে বদলির এ তথ্য নিশ্চিত করেন এক পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আগের মুখপাত্র এডিসি ইফতেখায়ের আলম পদোন্নতি পেয়ে রাজশাহী জেলা পুলিশে বদলি হন। এরপর থেকেই তিনি মহানগর পুলিশের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এস/আর