রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে আরএমপি পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এর সভাপতিত্বে মাসিক কল্যান সভা ও ৪ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় পুলিশ কমিশনার কনস্টবল হতে উর্ধ্বতন কর্মকর্তাদের আবেদন শোনেন এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সেই সাথে তিনি ফোর্সের কল্যাণ দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভা শেষে পুলিশ কমিশনার বদলির আদেশ প্রাপ্ত ৪ পুলিশ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন। বদলির আদেশ প্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস, সহকারি পুলিশ কমিশনার (শাহমখদুম) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সোনিয়া পারভীন, সহকারি পুলিশ কমিশনার (বোয়ালিয়া) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ফারজিনা নাসরিন ও সহকারি পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি রাকিবুল ইসলাম। এ সময় আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।