বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ও শাহমখদুম থানা কম্পাউন্ডে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আরএমপি সদর দপ্তরে পোঁছালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম রাষ্ট্রদুতকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে সাথে নিয়ে তিনি ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূত ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত নারী পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরে পরিচিতি সভা শেষে আরএমপির বিভিন্ন কাযক্রমের উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারিতে সাইবার ক্রাইম ইউনিট, হ্যালো
আরএমপি অ্যাপ, অপারেশন এন্ড মনিটরিং সেন্টার, কিশোর গ্যাং এর ডিজিটাল ডাটাবেজ, সিডিএমএস, সিআইএমএস এবং সিআরটির টিমের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। পরে রাষ্ট্রদূতকে আরএমপির পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সকাল রাষ্ট্রদূত সকাল ১০টায় সাহেব বাজার এলাকায় অবস্থিত একটি হোটেলে ট.ঝ. ঊসনধংংু কর্তৃক আয়োজিত স্টুডেন্ট লিডারশীপ ডেভেলপমেন্ট ওয়ার্কসপ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এস/আর