নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অধীনস্থ বায়া ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান পিপিএম তাকে ক্লোডজ করেন।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, মঙ্গলবার পুলিশ কমিশনার স্যার তাকে ক্লোজড করার নির্দেশ দিয়েছে। তার স্থানে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে। কেন ক্লোজড করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশ কিছুদিন আগে পুলিশ চেকপোস্টে অনিয়মের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এরপর বিষয়টি তদন্ত সাপেক্ষে তাকে ক্লোজড করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে