নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আরএমপি কমিশনার মাহাবুবর রহমান পিপিএম। আরো উপস্থিত ছিলেন ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, এডিসি (সদর) শিরিন আক্তার জাহান সহ অন্যান্য
কর্মকর্তাবৃন্দ।
কোর্স উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে আরএমপিতে সদ্য যোগদানকৃত পুলিশ সদস্যদের স্বাগত জানান এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, ৭ দিন মেয়াদী ওরিয়েন্টেশন কোর্সে আরএমপিতে সদ্য যোগদানকৃত ২৪৭জন কনস্টেবল
অংশগ্রহণ করছেন।
খবর২৪ঘণ্টা/এমকে