আরএমপির দুই থানার ওসি পদে রদবদল করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানার ওসি আলমগীর হোসেন কে বদলি করা হয়েছে। গত রাতে ওসি আলমগীরকে বেলপুকুর থানা থেকে সরিয়ে আরএমপি সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেয়া হয়। সেই সাথে শাহমুখদুম থানার ওসি তদন্ত মনিরুজ্জামানকে বেলপুকুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও শাহমুখদুম থানার ওসি সাইফুল ইসলামকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। পাশাপাশি নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম শাহমুখদুম থানার নতুন ওসি দায়িত্ব গ্রহন করবেন।
আরএমপির একটি সুত্রে জানাগেছে, বেলপুকুর থানার ওসি আলমগীর হোসেন উর্ধতন কর্মকর্তাকে না জানিয়ে ঢাকায় অবস্থান করছিলেন। থানায় বিশেষ কাজে তাকে না পাওয়ায় গত ২ অক্টোবর রাতে তাকে আরএমপি সদর দপ্তরে ক্লোজ হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার রুহুল কুদ্দুস বলেন, বেলপুকুর থানার ওসি পরিবর্তন হয়েছে। ওসি আলমগীর হোসেন সরিয়ে নেওয়া হয়েছে আরএমপি সদর দপ্তরে। এছাড়াও শাহমুখদুম থানার ওসিকে বদলি করা হয়েছে। এটি পুলিশ বিভাগের নিয়মিত পরিবর্তন বলে তিনি দাবি করেন।
বিএ