নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তিন থানার অফিসার ইনচার্জ ওসি পদে রদবদল করা হয়েছে। আরএমপি কমিশনার হুমায়ন কবির স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে এ রদবদল করা হয়। আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে আরএমপি কমিশনার স্যার তিন থানার ওসি ও দুটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পদে রদবদল করা হয়েছে। নগর শাহমখদুম থানার ওসি এসএম মাসুদ
পারভেজকে নগর গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে। তার স্থলে শাহমখদুম থানায় সাইফুল ইসলামকে ওসি দেওয়া হয়েছে। চন্দ্রিমা থানার ওসি হুমায়ন কবিরকে নগর গোয়েন্দা শাখার পরিদর্শক ও চন্দ্রিমা থানায় বেলপুকুর থানার ওসি গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বেলপুকুর থানায় আলমগীর হোসেনকে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ বদলির আদেশ দেওয়া হয়।
আর/এস