নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়ীয়া মোড় এলাকায় অবস্থিত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) এর কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে আরএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সুজায়েত ইসলাম, ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী,
ডিসি (বোয়ালিয়া) মোঃ আমির জাফর, ডিসি (মতিহার) মোঃ সাজিদ হোসেন, ডিসি (পিওএম) মুহাম্মদ সাইফুল ইসলাম, ডিসি (শাহমখদুম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বর্তমানে উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) হিসেবে কর্মরত রয়েছেন মোঃ জয়নুল আবেদীন। এ সময় জাতীয় পতাকা ও আরএমপি’র পতাকা উত্তোলন করা হয়। এরপর বিশেষ মোনাজাত করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে