নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান পিপিএমকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ দেওয়া হয়। তবে আরএমপি কমিশনার হিসেবে এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
এ তথ্য নিশ্চিত করে আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, আরএমপির কমিশনার স্যারকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। আরএমপিতে এখনো কাউকে দেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০১৭ সালের শেষের দিকে মো. মাহবুবুর রহমান পিপিএমকে আরএমপির কমিশনার হিসেবে ঢাকা রেঞ্জ থেকে চলতি দায়িত্বে বদলি করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে