নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ও রাজশাহী জেলা তথ্য অফিসের সহযোগিতায় আরএমপি পুলিশ লাইন্স এর কনফারেন্স রুমে দুই দিন ব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আরএমপি পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান পিপিএম পুলিশ সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায়
দেশপ্রেমে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছেন। এই প্রেক্ষিতে গত ২৯ ডিসেম্বর পুলিশ লাইন কনফারেন্স রুমে সন্ধ্যা ৬ টায় মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’ প্রদর্শন করা হয়। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ৩০০ (তিনশত) পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। আজ সন্ধ্যা ৬টায় পুলিশ লাইন কনফারেন্স রুমে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘গেরিলা’ প্রদর্শন করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে