নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে বোয়ালিয়া মডেল থানাধীন সাহেব বাজার জিরো পয়েন্টে ট্রাফিক সপ্তাহ-২০১৮ উদযাপন এর উদ্বোধন করেন আরএমপি’র পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম। ট্রাফিক সপ্তাহ উদযাপনে উপস্থিত ছিলেন, বোয়ালিয়া ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মোঃ আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মোঃ জয়নুল আবেদীন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আলমগীর হোসেন, সিনিঃ সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ইফতে খায়ের আলমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনসাধারণ,
বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ স্কাউটের সদস্যবৃন্দ। উদ্বোধন শেষে আরএমপি’র পুলিশ কমিশনার সকলের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। মূলতঃ ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ আরো জোরদারকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা আরো বেশি সুশৃঙ্খল ও জনসাধারণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে