আরএমপির অতিরিক্ত কমিশনার তমিজসহ দুই কর্মকর্তার বদলি
প্রকাশের সময় :
রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদসহ দুই অতিরিক্ত ডিআইজিকে বদলি করা হয়েছে। এরমধ্যে আরএমপির অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিনকে ঢাকা
এসবির অতিরিক্ত ডিআইজি ও ডিসি পূর্ব অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। সিএমপির উপ-পুলিশ কমিশনার সুজায়েত ইসলামকে আরএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের এ বদলির আদেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।
আরএমপির ডিসি পূর্ব অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম বলেন, আমাকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।