নিজস্ব প্রতিবেদক :
মৌসুমি ফল আম সংগ্রহ ও বাজারজাত করণে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় সাংবাদিক, আম ব্যবসায়ী ও বিভিন্ন উপজেলার কৃষি অফিসারগণ তাদের মতামত তুলে ধরেন।
মন্ত্রণালয়ের নির্দেশনা মতে আম পাড়া ও বাজারজাত করার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়। সভায় জেলা প্রশাসক জানান, গোপালভোগ আম মে মাসের ২০ তারিখের পর, হিমসাগর, খির্সাপাত ও ন্যাংড়া আম জুন মাসের ৬ তারিখের পর ও ফজলি আম জুলাই মাসে পাড়া যাবে।
এর আগে পেড়ে বাজারজাত করলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে আমে যাতে ফরমালিন না মেশানো হয় সেই ব্যাপারে আম ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি।
সভায় রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল ও জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে