বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘার আমের শুনাম শুধু দেশে নয়, সারা বিশ্বে রয়েছে। তাই গুনগত মানরক্ষা করার জন্য সতর্কতার সাথে মোকাবেলা করতে হবে। আমে পোকার আক্রমন হবেই। আমে বিষমুক্ত ও গুনগত মান বজায় রাখকে ফ্রুট ব্যাকিং দিয়ে রক্ষা করতে হবে। তবেই ক্রেতারা বাঘার আমের উপর আরো আগ্রহী হবে। শনিবার (৩১ মার্চ) বিকেলে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় আম উৎপাদন, সংগ্রহ সংরক্ষণ ও রফতানি বিষয়ক সেমিনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এ কথা বলেন। এছাড়া বাঘার আম বিদেশে রপ্তানি করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে আয়োজিত সেমিনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের কনসালট্যান্ট ড. সালেহ আহম্মেদ, আম গবেষনা কেন্দ্রের পরিচালক ড. আ. ঘালিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল প্রমুখ।
অপর দিকে বাঘা তৃতীয় উপজেলা গার্ল গাইডস্ ক্যাম্প উপলক্ষে মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মার্চ) দুপুরে বাঘা রহমতুল্লা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়। উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান।
রহমতুল্লা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের নেতা আজিজুল আলম, অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম, মাসুদ রানা তিলু, ওয়াহেদ সাদীক কবীর, শহীদুজ্জামান শাহীদ, মতিউর রহমান মতি, আবদুল কুদ্দস, মামুন হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম, রফিকুল ইসলাম, শফিকুর রহমান, প্রধান শিক্ষক বাবুল হোসেন প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ