নিজস্ব প্রতিবেদক : বুধবার বিকেলে জেলা পুলিশ রাজশাহীর আয়োজনে পুঠিয়া থানাধীন বানেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের সামনে ফরমালিনমুক্ত আম উৎপাদন সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ে আম চাষী, ব্যবসায়ী ও আড়তদার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম পিপিএম । এতে সভাপতিত্ব করেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ
শাকিল উদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুঠিয়া উপজেলা নির্বাহি অফিসার মো. আলীউজ্জামান, পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাঈদ, উপজেলা কৃষি অফিসার এ কে এম মনজুরে মওলা। উক্ত সভায় আনুমানিক ৫০০ জন আম চাষী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার তার বক্তব্যে আম চাষী, আম ব্যবসায়ী ও আড়তদারদের ফরমালিন মুক্ত ভাবে আম সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আর/এস