1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আমেরিকায় পাচারের দায়ে দণ্ডিত দালের মেহেন্দির জামিন - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

আমেরিকায় পাচারের দায়ে দণ্ডিত দালের মেহেন্দির জামিন

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: আমেরিকায় চাকরি দেওয়ার নাম করে পাচারের দায়ে দণ্ডিত হলেও বিখ্যাত পপ গায়ক দালের মেহেন্দির শেষ পর্যন্ত রেহাই মিলেছে ১০ হাজার টাকায়৷শুক্রবার পাতিয়ালা হাউস কোর্টে দুই বছরের জন্য তাঁর জেল হয়৷ পরে অবশ্য ১০ হাজার টাকা জরিমানায় তিনি রেহাই পান৷

অভিযোগ, ১৯৯৮ এবং ১৯৯৯ সালে একটি কনসার্টের নাম করে মোটা অঙ্কের টাকা নিয়ে কমপক্ষে ১০ জনকে বিদেশে পাচার করেন দরদি রব রব করদি-র গায়ক দালের৷ অভিযোগকারীদের মধ্যে কিছু যুবতীও ছিলেন৷ মামলার বয়ান অনুসারে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকার বিনিময়ে কয়েক জনকে নিউ জার্সিতে এবং তিনজনকে সান-ফ্রান্সিসকোতে নামিয়ে উধাও হয়ে যান দালের ও তাঁর ভাই৷

অদ্ভূত যে, অভিযোগে যে সময়ের কথা বলা হয় তার কয়েক বছর বাদে দালের এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন বখশিস সিং নামে এক ব্যক্তি৷ সূত্রের খবর, বখশিস সিং দালের মেহেন্দির ট্রুপেরই এক সদস্য ছিলেন৷ বখশিসের অভিযোগ, ১৯৯৮ সালে আমেরিকায় ট্রিপে যাওয়ার জন্য তিনিও টাকা দিয়েছিলেন৷ কিন্তু , বখশিসের বয়ান অনুযায়ী, তাঁকে সেই ট্রিপে যেতে দেওয়া হয়নি৷ সেই কারণে বখশিস সিং প্রতারণা ও মানব পাচারের অভিযোগ দায়ের করেন দালের এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে৷

২০০৩ সালের সেই মামলারই রায় ঘোষিত হল পাতিয়ালা হাউস কোর্টে৷ ২০১৭ সালে দালের মেহেন্দির ভাই শমসের সিং মারা যান৷যদিও শুধুমাত্র এই একটি কেসই নয়, বছর ৫০-এর এই পপ স্টারের বিরুদ্ধে অন্তত ৩৫টি কেস এখনও চলছে৷
শুক্রবার সাজা ঘোষণার পর পরই অবশ্য দালের জরিমানার বিনিময়ে মুক্তি পেয়ে যান৷ সাংবাদিকদের তিনি জানান, ১৪ বছর আগে এই মামলার দায়ের হয়েছিল৷ আপাতত আমি ছাড়া পেয়েছি, তবে বিষয়টি নিয়ে উচ্চতর আদালতে যাব৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST