1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেছিল’ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ০৩ জানয়ারী ২০২৫, ০:০২ পূর্বাহ্ন

‘আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেছিল’

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: ‘গুজারিস’, ‘তনু ওয়েডস মনু’, ‘রাঞ্জনা’-তিন ছবি আর ডাইরেক্ট সহকারী অভিনেত্রী থেকে নায়িকা। ‘নীল বাট্টে সান্নাটা’ জমিয়ে অভিনয়। আর তাতেই বলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন স্বরা ভাস্কর। কিন্তু অভিনয়ে তুখড় হয়েও রেহাই পাননি তিনি। বলিউডের কাস্টিং কাউচ নিয়ে তিনি আগেই মুখ খুলেছিলেন। সঙ্গে শেয়ার করেছিলেন তাঁর সঙ্গে ঘটা তিক্ত অভিজ্ঞতার কথা। তবে এবার মিডিয়ার বুমের সামনে বিস্ফোরক তথ্য শেয়ার করলেন নায়িকা।

২০০৯ সালে কেরিয়ার শুরু করেন স্বরা। কিন্তু প্রথম ছবি রিলিজ করল না। ভেঙে পড়েছিলেন স্বরা। কিন্তু নিজের ওপর বিশ্বাস হারানি। তাইতো বছর গড়াতে না গড়াতেই তিন তিনটি ছবির অফার আসে ঝুলিতে। কিন্তু এই পথ মটেও মসৃণ ছিল না। নানান রকম ভাবে উত্যক্ত করা হত তাঁকে। তিনি বলছেন, “একজন আমার কানে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন। পেছন থেকে সেই ব্যক্তি আমার কানে কাছে এসে বলে ‘আই লাভ ইউ’। সে এতটাই আমার কাছে এসেছিল যে আমার চুলে তার সারা মুখ ঢেকে গিয়েছিল।”

তবে এমন আচরণকে মোটেই প্রশ্রয় দেননি অভিনেত্রী। তিনি এই বিষয়ে কথা বলেন একসিকিউটিভ প্রোডিউসারের সঙ্গে। কোনও রকম আপোষ করে নয়। তিনি নিজের যোগ্যতায় বলিউডে জায়গা তৈরি করে নিয়েছেন।

প্রসঙ্গত, তিনি আগেও জানিয়েছিলেন, একবার শ্যুটিং চলাকালীন তাঁর ঘরে ঢুকে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাবের বিনিময়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের দাবি করে এক ছবির নির্দেশক৷ তাঁকে জোর করে আলিঙ্গন করতে চায়, যা খুবই ভয়ঙ্কর ছিল৷ একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় আরও অনেক কথাই প্রকাশ্যে আনেন তিনি৷

স্বরা জানান, একবার একটি ছবির টিমের সঙ্গে ৫৬দিনের জন্য আউটডোর শ্যুটিংয়ে যান তিনি৷ সে সময় একেবারেই নতুন ছিলেন তিনি বলিউড ইন্চাস্ট্রিতে৷ আর তাঁকে খুবই উত্যক্ত করে সেই ছবির পরিচালক৷ নৈশভোজের জন্য জোর থেকে শুরু করে তাকে নানা অছিলায় ডেকে পাঠানো, তার পিছু করা, এমনই সব অভিযোগ স্বরা এনেছেন সেই পরিচালকের বিরুদ্ধে৷ যদিও তিনি কোনও নামই তুলে ধরেননি৷ একদিন মদ্যপ অবস্থায় সেই পরিচালক তাঁকে অশ্লীল কথা বলেন, যা শুনে স্বরা ভয় পান৷ আর সেই ভয় থেকেই তিনি শ্যুটিংয়ের পর রাতে মেক আপ তুলতেন আলো না জ্বালিয়ে, যাতে ওই পরিচালকের মনে হয় যে স্বরা ঘুমিয়ে পড়েছেন৷ আর এই যৌন হয়রানি এমন পর্যায়ে পৌঁছেছিল যে স্বরা ছবির একসিকিউটিভ প্রোডিউসারের সঙ্গে এই বিষয়ে কথা বলতে বাধ্য হন, যাতে শ্যুটিং ফ্লোরে তাঁকে কোনওভাবেই একা না রাখা হয়৷

প্রসঙ্গত, ‘বীরে দি ওয়েডিং’ এ একটি দৃশ্যের জেরে স্বরাকে যা নয় তাই শুনতে হচ্ছে৷ ছবিতে একটি দৃশ্যে হস্তমৈথুন করতে দেখা গিয়েছে নায়িকাকে৷ যার কারণে বিভিন্ন খারাপ কমেন্টের স্বীকার হয়েছেন নায়িকা৷ যে জন্য ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড৷ স্বরার এই দৃশ্যে বহু দর্শক হতাশ হয়েছেন৷ এ ধরণের দৃশ্য তারা নাকি কোনও কমার্শিয়াল ছবিতে আশা করেননি৷

একজন ট্যুইট করে বলেন, “আমি আমার দিদিমার সঙ্গে ছবিটি দেখতে গিয়েছিলাম৷ স্বরার মাস্টারবেশনের দৃশ্য আসতেই আমায় ভীষণ লজ্জায় পড়ে যেতে হয়৷ আমার দিদা হল থেকে বেড়িয়ে বলেছিলেন তাঁর এই ছবিটা দেখে রীতিমত ঘেন্না লেগেছে৷” এ ধরণের বিভিন্ন ট্রোলের স্বারা লিখেছিলেন, “এইসব কমেন্টের জন্য কে কত টাকা পাচ্ছে কে জানে! এগুলো তো নির্ঘাত পেড ট্রোলস৷” অভিনেত্রীর এই ট্যুইটের পর বেশ কিছু নেটিজেন তাঁর সমর্থনে কথা বলেছেন৷ সমর্থনের থেকে তবুও ট্রোলিংয়ের সংখ্যাই অনেক বেশি৷ নায়িকা যে এতে একটুও প্রভাবিত হননি সেটা বলাই বাহুল্য৷

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST