খবর২৪ঘণ্টা ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অসুস্থতা নিয়ে কয়েকদিন ধরে নানা গুঞ্জন চলছে। এবার আজকে হঠাৎ করে বনানী চেয়ারম্যানের কার্যালয়ের সামনে উপস্থিত হন তিনি। এসময় সাংবাদিকদের এরশাদ বলেন, অনেক অনেক অত্যাচার অবিচার সহ্য করেছি। তারপরও আমরা বেঁচে আছি। আজ বলতে এসেছি, আমাকে দমিয়ে রাখতে কেউ পারেনি পারবে না। এগিয়ে যাব আমরা। আমার বয়স হয়েছে চিকিৎসা করতে দিবে না, বাইরে যেতে দিবে না, মৃত্যুকে ভয় করি না। জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি তোমাদের মধ্যে বেঁচে থাকবে, আমি বেঁচে থাকব, তোমাদের কোন ভয় নেই। জাতীয় পার্টি চিরদিন নির্বাচন করেছে এবারও নির্বাচন করবে।
তিনি বলেন, জাপার নতুন মহাসচিবকে দায়িত্ব দিয়েছি। তাকে সহযোগিতা করুন । পুরোনো মহাসচিবকে ভালোবাসেন, নতুনকেও ভালোবাসতে হবে । সব নির্ভর করছে দলের নেতাকর্মীদের উপর। কাউকে দল না ছাড়তে অনুরোধ করলেন তিনি।
তিনি বলেন, আমি ২৭ বছর পার্টির জন্য লক্ষ মাইল পাড়ি দিয়েছি । শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, ব্লাড শর্টেজ রয়েছে ।
খবর২৪ঘণ্টা, জেএন