খবর২৪ঘণ্টা, ডেস্ক: আগামী ২২ ফেব্রুয়ারি তৃতীয় ধাপ ও ২৩ ফেব্রুয়ারি চতুর্থ ধাপ এবং জুন মাসে পঞ্চম ধাপের উপজেলা চেয়ারম্যানদের প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের দ্বিতীয় দফা তালিকায় ১২২ জনের নাম প্রকাশ করা হয়েছে।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফা প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে তালিকা প্রকাশকালে এ কথা বলেন। এর আগে, শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় দ্বিতীয় ধাপের মনোনয়ন চূড়ান্ত করা হয়। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তৃণমূল থেকে যেভাবে তালিকা এসেছে এবং সার্ভে…
খবর ২৪ঘণ্টা/ জেএন