নিজস্ব প্রতিবেদক :
আবারো দেশ সেরা হয়ে টানা চারবার সেরা হওয়ার গৌরব অর্জন করেছে দেশের ঐতিহ্যবাহী ও স্বমহিমায় উজ্জ্বল রাজশাহী কলেজ। ২০১৯ সালে আবারো দেশ সেরা হলো রাজশাহী কলেজ। বুধবার ১৯ জুন ঢাকায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ প্রতিযোগিতায় দেশ সেরা কলেজ হিসেবে রাজশাহী কলেজকে ঘোষণা দেওয়া হয়।
এর সত্যতা নিশ্চিত করে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, আবারো দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী কলেজ। এ নিয়ে টানা ৪ বার দেশ সেরা হলো রাজশাহী কলেজে।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত কলেজ র্যাংকিং এ ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালে দেশ সেরা হয় রাজশাহী কলেজ।
এস/আর