বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর আবারও বিয়ে করতে যাচ্ছেন। তার প্রথম স্বামী রাজ চন্দক ছিলেন একজন প্রবাসী ব্যবসায়ী। ১৯৯৮ সালে তার সঙ্গে বিয়ে হয় কণিকার। তাদের সংসারে রয়েছে তিন সন্তানও। তবে সেই সংসার ভেঙে যায়। ২০১২ সালে রাজের সঙ্গে ডিভোর্স হয়ে যায় এই জনপ্রিয় কণ্ঠশিল্পীর।
তবে বিচ্ছেদের ১০ বছর পর দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন তিনি। চলতি বছরের মে মাসে লন্ডনের প্রবাসী ব্যবসায়ী গৌতমের সঙ্গে নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘বেবি ডল’খ্যাত এই গায়িকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে লন্ডনে। যদিও কণিকা তার এ বিয়ে নিয়ে বিস্তারিত কিছু জানাননি এখনও।
প্রসঙ্গত, বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী তিনি। তার কণ্ঠে আলোচিত গানের মধ্যে উল্লেখযোগ্য ‘চিটিয়া কালাইয়া’ থেকে শুরু করে ‘ছিল গয়ে নয়না’। এ ছাড়া তার কণ্ঠের ‘বেবি ডল’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় শ্রোতাদের মাঝে। সূত্র: আনন্দবাজার
বিএ/