খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: আবারও এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস। এবার ইংরেজী দ্বিতীয়পত্র প্রশ্ন ফাঁসের অভিযোগ একজনকে আটক করেছে জেলা প্রশাসক ও পুলিশ। পরে প্রশ্নফাঁসকারীর বিরুদ্ধে মামলা করা হয়। বুধবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসন ও পুলিশ জানান, সকালে ঈগল পরিবহনে ঢাকা থেকে বরগুনা যাওয়ার সময় জোবায়দুল ইসলাম নামে এক যুবক মাদারীপুরের মস্তফাপুর এলাকায় ইংরেজী দ্বিতীয়পত্র প্রশ্ন মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করছিল। এ সময় পাশের সিটে থাকা অপর যাত্রী প্রশ্নফাঁসের বিষয়টি বুঝতে পেরে অন্যদের জানায়।
পরে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে প্রশ্নের কপিসহ তাকে আটক করে।
আটক ওই যুবক ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছে। সে বরগুনার আব্দুস ছাত্তার চোকদারের ছেলে।
জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, তার মোবাইল চেক করে সত্যতা পাওয়া যায়। পরে আজকের পরীক্ষার প্রশ্নের সাথে ফাঁসকৃত প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। একইসঙ্গে প্রশ্নের উত্তরও পাওয়া যায়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফারুক আহম্মদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ