সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

আবরার হত্যা মামলায় অমিত সাহা গ্রেপ্তার

অনলাইন ভার্সন
অক্টোবর ১০, ২০১৯ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মামলায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ নেতা অমিত সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সবুজবাগ থেকে বেলা ১১টার পর তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। অমিত সাহাকে বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক।

আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন বাবা বরকতউল্লাহ। এর মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তবে আবরার খুন হওয়া ২০১১ নম্বর কক্ষের বাসিন্দা শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহার নাম না থাকা নিয়ে চলছে বিতর্ক।

অমিত সাহারই একটি ফেসবুক মেসেজ নিয়েও শুরু হয় চলছে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ভাইরাল হয়েছে।

জানা গেছে, হত্যাকাণ্ডের আগে আবরারের সহপাঠী ১৭তম ব্যাচের এক শিক্ষার্থীকে অমিত সাহা ফেসবুক মেসেঞ্জারে জিজ্ঞেস করেন, আবরার ফাহাদ কি হলে আছে?

খবর২৪ঘণ্টা, এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।