1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন মাইলফলকের সামনে থাকা সাকিব - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন মাইলফলকের সামনে থাকা সাকিব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আর একটি উইকেট পেলেই দারুণ একটি মাইফলক স্পর্শ করবেন সাকিব আল হাসান। পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রানের পাশাপাশি আড়াইশো উইকেট নেওয়ার ক্লাবে নাম লেখাবেন। এর আগে আরও একটি কীর্তি গড়লেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট নেওয়ায় পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন সাকিব।

সোমবার ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৫ উইকেটের জয়ের ম্যাচে একটি উইকেট নিয়ে আফ্রিদিকে টপকান দেশসেরা এই অলরাউন্ডার। একটি উইকেটে আন্তর্জাতিক ক্রিকেটে তথা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ৩২৪ ম্যাচে সাকিবের মোট উইকেট দাঁড়িয়েছে ৫৪২টি।

আফ্রিদি থেকে সাকিবের উইকেট একটি বেশি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আফ্রিদি মোট ম্যাচ খেলেন ৫২৪টি। উইকেট নেন ৫৪১টি।

সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় দেখায় ইনিংসের ৪৫তম ওভারে ফাবিয়ান অ্যালেনকে সাজঘরে ফেরান সাকিব। তার দুর্দান্ত ডেলিভারিতে অ্যালেন এলবিডব্লিউ হয়ে ফিরে যান সাজঘরে। আর এই উইকেট শিকারের সাথে সাথে আফ্রিদিকে ছাড়িয়ে যান সাকিব। ওয়ানডেতে এটি তার ২৪৯তম উইকেট।

চলতি সিরিজে আর একটি উইকেট পেলেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন সাকিব। ওডিআই ক্রিকেটে ৫ হাজার রানের পাশাপাশি ২৫০ উইকেট নেয়া পঞ্চম অলরাউন্ডার হবেন তিনি। সবচেয়ে কম ম্যাচ খেলে এই ক্লাবে প্রবেশের রেকর্ডটিও নিজের করে নেবেন সাকিব।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST