বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী আফগানিস্তানে মাদকের চাষাবাদ নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (৩ এপ্রিল) দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবান মাদক চাষাবাদ নিষিদ্ধ করে আদেশ জারি করেছে। এমন খবর জানিয়েছে রয়টার্স।
এক আদেশে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, ইসলামিক আমিরাত আফগানিস্তানের সর্বোচ্চ নেতার আদেশ অনুযায়ী, আফগানদের জানানো যাচ্ছে, এখন থেকে সারাদেশে পপি চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, যদি কেউ এই আদেশ লঙ্ঘন করে তাহলে তার ফসল অবিলম্বে ধ্বংস করা হবে এবং লঙ্ঘনকারীকে শরিয়া আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।
আদেশে বলা হয়েছে, অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার বা পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।
আফগানিস্তানে মাদক নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি প্রধান দাবি। গত আগস্টে আফগানিস্তান দখল করে তালেবানরা। এরপর ব্যাংকিং, ব্যবসা ও উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। তাই এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আনুষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে তারা।
বিশেষজ্ঞদের মতে, ২০০০ সালে তালেবানরা তাদের শেষ শাসনামলের শেষের দিকে পপি চাষ নিষিদ্ধ করেছিল। কারণ তারা আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছিল। কিন্তু, সমালোচনার কারণে তারা তাদের বেশির ভাগ অবস্থান পরিবর্তন করেছিল।
আফগান কৃষক ও তালেবান সদস্যরা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের আফিম উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালে জাতিসংঘ অনুমান করেছিল আফগানিস্তানে ১.৪ বিলিয়ন ডলার মূল্যের আফিম উৎপাদন হয়।
এদিকে, তালেবান সূত্রগুলো জানিয়েছে, পপি নিষিদ্ধের বিরুদ্ধে দলটির মধ্যে কিছু অংশ কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে। কারণ, সাম্প্রতিক মাসগুলোতে পপি চাষ করা কৃষকের সংখ্যা বেড়েছে।
সূত্র : রয়টার্স
বিএ/