খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার সকালে পৃথক দুটি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। এর মধ্যে সাংবাদিক বেশে আত্মঘাতী বিস্ফোরণে ৯ সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। খবর আল-জাজিরা, বিবিসি।
সোমবার সকালে প্রথম বিস্ফোরণের পর আরও একটি বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণের পরে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন দ্বিতীয় বিস্ফোরণের নিহত সাংবাদিকরা।
বার্তা সংস্থা এএফপি বলছে, তাদের প্রধান ফটোসাংবাদিক শাহ মারাই হামলায় নিহত হয়েছেন।
একজন হামলাকারী মোটরবাইকে করে এসে প্রথম হামলাটি চালায়। তখন সেখানে সাংবাদিকসহ লোকজন ছুটে গেলে তার ১৫ মিনিট পরেই চালানো হয় দ্বিতীয় হামলাটি।ইসলামিক স্টেট বলছে, তারাই এই হামলাটি চালিয়েছে।
এক টুইট বার্তায় এএফপি বলছে, সাংবাদিকদের দলটিকে লক্ষ্য করে দ্বিতীয় হামলাটি চালানো হয়েছে।
কাবুল পুলিশ প্রধান দাউদ আমিন বলেন, কাবুলের যে এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেখানে বিভিন্ন দেশের পররাষ্ট্র কার্যালয় অবস্থিত।
কাবুলে অবস্থিত ওয়াজির আকবর খান হাসপাতালের পরিচালক মোহাম্মদ মৌসা জাহির জানান, বিস্ফোরণে আহত ব্যক্তিরা তাদের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, এর আগে রোববার দেশটির নানগরহার প্রদেশের সরখরদ জেলায় মর্টার বিস্ফোরণে দুই শিশুসহ তিনজন নিহত হয়। আহত হয় আরও আটজন। ওই শিশুরা একটি অবিস্ফোরিত মর্টার নিয়ে খেলার সময় এই বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।
খবর২৪ঘণ্টা.কম/নজ