খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কর্মীরা। এতে মোট ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে একজন পুলিশ কর্মকর্তা, বাকিরা জঙ্গি। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ পুলিশ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা সিএনএন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিম বলেন, ১০ হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে মন্ত্রণালয় ভবনের সামনের ফটকে হামলা চালায়। তাদের প্রতিহত করে নিরাপত্তা বাহিনী। দু পক্ষের মধ্যে দীর্ঘ ঘণ্টা ধরে গুলি বিনিময় হয়। নিরাপত্ত বাহিনীর গুলিতে ১০ হামলাকারীর সবাই নিহত হয়।
এ সময় জঙ্গিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে এক পুলিশ নিহত ও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে।
ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল, আইএসআইএস নামেও পরিচিত) গ্রুপ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
এদিকে কাবুল থেকে আল জাজিরা প্রতিনিধি জানান, এটি একটি জটিল আক্রমণ ছিল, কারণ যোদ্ধারা মন্ত্রণালয়ের ভেতরে শক্তিশালীভাবে প্রবেশের চেষ্টা করেছিল।
২৪ ঘণ্টা দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা জানায়, মন্ত্রণালয়ের চারদিকে বিস্ফোরণ প্রতিরক্ষা দেয়াল রয়েছে।
সূত্র: সিএনএন/আল জাজিরা
খবর২৪ঘণ্টা.কম/নজ