আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে নিরাপত্তা চৌকিতে তালেবান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। বুধবার ভোর রাতে এ হামলার ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া ও এএফপি এ তথ্য জানিয়েছে।
জাওয়েজজান প্রদেশ গভর্নরের মুখপাত্র মারুফ আজহার বলেন, বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে। তারা চারজন নিরাপত্তাকর্মীকে আটক করে নিয়ে গেছে।
তিনি এএফপিকে জানান, সংঘর্ষে ৫ জন আহতও হয়েছেন। তালেবান হামলায় মারা যাওয়া ১২ জনের মধ্যে সেনা সদস্যও রয়েছে। এ সংঘর্ষে পাঁচ তালেবান সদস্য নিহত হয়েছেন। এদিকে তালেবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিব হামলার দায় স্বীকার করেছেন। তিনি বলেন, হামলায় হতাহতের সংখ্যা আরো অনেক বেশি।খবর২৪ঘন্টা /এবি