খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: তালেবানের সিনিয়র তিন সদস্যকে গ্রেফতার করেছে আফগান পুলিশ। দেশটির পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আফগান পুলিশ পাকতিকা প্রদেশের জিরুক এলাকায় তালেবান জঙ্গি গ্রুপের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ সন্ত্রাসী গ্রুপের তিন সিনিয়র সদস্যকে গ্রেফতার করে।’
গ্রেফতারদের পরিচয় প্রকাশ না করে বিবৃতিতে আরও বলা হয়, গ্রুপটি পাকতিকা প্রদেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রধান পরিকল্পক।
বিবৃতিতে আরও বলা হয়, সেখান থেকে জঙ্গিদের ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।
এ গ্রেফতারের খবরের ব্যাপারে তালেবান জঙ্গি গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
খবর২৪ঘণ্টা.কম/রখ